লেবাননে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি৩০ তারিখে বৈরুতে প্রকাশিত বিবৃতিতে লেবানন-ইসরাইল সীমান্তে গুলি বিনিময়ের নিন্দা করেছেন।
বিবৃতিতে তিনি আরো বলেছেন, ২৯তারিখ বিকালে, লেবাননের হিসবুল্লাহ সংগঠনের সশস্ত্র ব্যক্তি এবং শেবা ফার্মসের ইসরাইলী সৈন্যরা গোলা বর্ষণ করেছে, তাতে ১জন ইসরাইলী সৈন্য নিহত আর ৩ জন আহত হয়েছে, এবং ১জন হিজবুল্লাহ সশস্ত্র ব্যক্তি প্রাণ হারিয়েছে।
জাতিসংঘের প্রতিনিধি লেবানন সরকারের প্রতি হামলা রোধ করার দাবি জানিয়েছেন এবং ইসরাইলের প্রতি আকাশ-সীমা অতিক্রম না করার আহ্ববান জানিয়েছেন।
|