রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রনে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩০ জুন বিকেলে মস্কো পৌছে রাশিয়ায় তার চার দিনব্যাপী রাষ্ট্রীয় সফর শুরু করেছেন । চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানের বার্ষিক বৈঠক ব্যবস্থা অনুসারে প্রেসিডেন্ট হু চিন থাও রাশিয়া সফরে গিয়েছেন। তার বর্তমান সফরের প্রধান উদ্দেশ্য হলো চীন-রাশিয়ার মধ্যকার কৌশলগত অংশিদারী সম্পর্কের প্রসার তরান্বিত করা ।
প্রেসিডেন্ট হু চিন থাও মস্কো পৌছে একটি অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং বিমানবন্দরে একটি লিখিত ভাষণ দিয়েছেন । তিনি তার ভাষণে বলেছেন , চীন-রাশিয়ার সুপ্রতিবেশীসুলভ সহযোগিতা চুক্তি কার্যকরী করা আর দুদেশের রণনৈতিক অংশিদার সম্পর্কের প্রসার নিশ্চিত করা চীনের একটি নির্ধারিত নীতি । চলতি বছরগুলোতে চীন ও রাশিয়া পারস্পরিক আস্থা বাড়িয়ে দু দেশের সীমান্ত সমস্যার সমাধান করেছে । দুটি দেশ রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভূখন্ডগত সমস্যা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়াদিতে পরস্পরকে সমর্থন করেছে , আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলোতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে অর্থনীতি ও বানিজ্য ক্ষেত্রে সহযোগিতা আর বেসরকারী আদান প্রদান বাড়ানোর চেষ্টা করেছে । তিনি বলেছেন , চীন রাশিয়ার সঙ্গে দুদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে আগ্রহী ।
সফরকালে প্রেসিডেন্ট হু চিন থাও প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন , রাশিয়ার অন্যান্য নেতার সঙ্গে সাক্ষাত করবেন এবং নভোসিবিস্ক শহর সফর করবেন ।
|