v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-30 19:30:46    
চীনের এস-ও-এস শিশু পল্লী

cri
    এ বছর আন্তর্জাতিক এস-ও-এস শিশু পল্লী সংস্থার সঙ্গে চীনের সহযোগিতার বিংশতিতম বার্ষিকী । এ উপলক্ষে সম্প্রতি পূর্বচীনের উপকূলীয় থিয়েনচিন শহরে এক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । উদযাপনী অনুষ্ঠানে আন্তর্জাতিক এস-ও-এস শিশু পল্লী সংস্থার চেয়ারম্যান হেল্মুট কুতিন চীনের এস-ও-এস শিশু পল্লীর সুষ্ঠু বিকাশের উচ্চ মূল্যায়ন করেছেন । আরও বেশী অনাথ শিশু যাতে সুষ্ঠুভাবে বড় হয় তার জন্যে তিনি চীন সরকারের সঙ্গে মিলে চীনে আরও বেশী শিশু পল্লী প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাবেন বলে আশা প্রকাশ করেন ।

    আন্তর্জাতিক এস-ও-এস শিশু পল্লী সংস্থা এক আন্তর্জাতিক বেসরকারী দাতব্য গোষ্ঠী ।১৯৪৯ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ।এর সদর-দপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ।বর্তমানে বিশ্বের ১৩২টি দেশে আর অঞ্চলে ৪৫২টি এস-ও-এস শিশু পল্লী, ৩৪৮টি এস-ও-এস যুব পল্লী,২৬৭টি কিন্ডারগার্টেন , ১৮২টি নানা ধরনের স্কুল , ১২১টি বৃত্তি প্রশিক্ষন-কেন্দ্র আর ২৫৭টি সামাজিক আদানপ্রদান কেন্দ্র প্রতিষ্ঠিত আছে ।এস-ও-এস শিশু পল্লী সহ নানা ধরনের কল্যানমূলক ব্যবস্থায় ৬ লক্ষ ৮৯ হাজার ৯০০জন অনাথ শিশু জীবনযাপন ও পড়াশুনা করছে ।

    আন্তর্জাতিক এস-ও-এস শিশু পল্লীর প্রথম চেয়ারম্যান হলেন এস-ও-এস শিশু পল্লীর প্রতিষ্ঠাতা,অষ্ট্রিয়ার চিকিত্সক ডঃ হারম্যান মেইনার । তিনি অষ্ট্রিয়ায় বিশ্বের প্রথম শিশু পল্লী প্রতিষ্ঠা করেন তার পর তিনি এই কাজটি গোটা বিশ্বে সম্প্রসারিত করেন । ডঃ মেইনার মারা যাবার পর হেল্মুট কুতিন শিশু পল্লীর চেয়ারম্যান হন ।

    এস-ও-এস শিশু পল্লীর কর্তব্য হল অনাথ শিশুদের বাঁচানো, তাদের পালন করা এবং কোনো আত্মীয় স্বজন নেই সমাজের এমন স্বাস্থ্যবান শিশুদের লালন করা এবং পরিবারের মতো তাদের পরিচালনা করা । প্রত্যেক শিশু পল্লীতে ১০-১২টি পরিবার আছে,প্রতিটি পরিবারে ৮-৯জন অনূর্ধ১৪ বছর বয়সী অনাথ ছেলেমেয়ে আছে , নিজের সন্তান নেই এমন একাকী বা অবিবাহিতা মহিলা তাদের মা হয়ে পরিবার পরিচালনা করার দায়িত্ব পালন করেন ।যাতে অনাথ শিশুরা পুনরায় মার ভালবাসা ও পরিবারের উষ্ণতা লাভ করে ।১৪ বছর বয়স হলে অনাথ ছেলে এস-ও-এস শিশু পল্লী ত্যাগ করে এস-ও-এস যুব পল্লীতে সমষ্টিগত জীবনযাপন শুরু করে ।

    ১৯৮৫ সালে চীনের প্রথম কিস্তির এস-ও-এস শিশু পল্লী পূর্বচীনের উপকূলীয় শহর থিয়েনচিন আর সানতুং প্রদেশের ইয়েনথাই শহরে প্রতিষ্ঠিত হয় ।বিশাধিক বছর ধরে চীন সরকার আর আন্তর্জাতিক এস-ও-এস শিশু পল্লী সংস্থার মিলিত প্রচেষ্টায় চীনের এস-ও-এস শিশু পল্লী সুষ্ঠুভাবে বিকাশ লাভ করেছে । এ সম্পর্কে চীনের বেসামরিক প্রমাসনমন্ত্রনালয়ের উপমন্ত্রী লি লিকো বলেছেন, দুপক্ষ ঘনিষ্ঠভাবে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চালানোর পর এ পর্যন্তচীনে পরপর ৯টি এস-ও-এস শিশু পল্লী , দুটি স্কুল ও ৯টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত হয় ।এস-ও-এস শিশু পল্লীগুলোতে মোট ১৫০০জন অনাথ শিশু পালিত হয়েছে ।

    জানা গেছে , চীনে এস-ও-এস শিশু পল্লী প্রতিষ্ঠার জন্যে আন্তর্জাতিক এস-ও-এস শিশু পল্লী সংস্থা পরপর ৩০ কোটি রেনমিনপি বিনিয়োগ করেছে ।শিশু পল্লী নির্মান ও চলাকালে চীনের বেসামরিক মন্ত্রনালয় এবং স্থানীয় সরকার উভয়ই পল্লী নির্মান জায়গা ,"মা"বেছে নেয়া প্রভৃতি কাজে বলিষ্ঠভাবে সমর্থন করেছে ।

    বর্তমানে ২০ বছর বয়সী মিস লিউ লিংয়ের বয়স যখন ৪ বছর তখন এক গাড়ী দুর্ঘটনায় তার মা মারা যান ,আর তার বয়স যখন ৯ বছর তখন তার বাবা রোগে আক্রান্ত হয়ে মারা যান ।উত্তর-পূর্বচীনের হেইলুংচিয়াং প্রদেশের ছিছিহার শহরের এস-ও-এস শিশু পল্লী তাকে গ্রহন করে । পল্লীটিতে লিউলিং সুষ্ঠুভাবে বড় হয়ে ওঠেন । এখন লিউলিং এক পেশাদার প্রকৌশলী ইনস্টিটিউটের তৃতীয় শ্রেণীর ছাত্রী । শিশুপল্লীর জীবন স্মরণ করে লিউলিং বলেছেন ,শিশু পল্লীর অবস্থা অত্যন্ত ভাল, বাড়িঘর খুব সুন্দর ।নতুন মা আমার জন্যে নতুন কাপড় ও নতুন ব্যাগ কিনে দেন । তিনি আমাকে গোসল করানএবং আমাকে জীবনের লক্ষ্য ও তাত্পর্যব্যাখ্যা করেন । যার ফলে আমি ধীরেধীরে ভাল দৈনিক গুণ ও জীবনযাপনের অভ্যাস গড়ে তুলেছি ।

    পরিসংখ্যান থেকে জানা গেছে,চীনের এস-ও-এস শিশু পল্লীর অনাথ-ছেলেমেয়ের মধ্যে প্রায় ৩০০জন বড় হয়ে সমাজে পদার্পন করেছে । তাদের মধ্যে কেউকেউ শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি হয়েছেন , কেউকেউ সরকারী অফিসের কর্মচারী হয়েছেন । বাকি অধিকাংশ ছেলেমেয়েরা প্রাথমিক বা মাধ্যমিক স্কুল অথবা কলেজে পড়াশুনা করছে ।

    চীনের এস-ও-এস শিশু পল্লীর সুষ্ঠু উন্নয়ন আন্তর্জাতিক এস-ও-এস শিশু সংস্থার ভূয়সী প্রশংসা লাভ করেছে ।চীন আর আন্তর্জাতিক এস-ও-এস শিশু পল্লী সংস্থার সহযোগিতার বিংশতিতম বার্ষিকী উপলক্ষে সাম্প্রতিক এক উদযাপনী অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান কুতিন বলেছেন,আমি আমাদের দুপক্ষের সহযোগিতার জন্যে অহংকার বোধকরি ।যাবতীয় মা আর কর্মীদের মিলিত প্রচেষ্টায় পরিবার হারা অনাথ-ছেলেমেয়েরা আবার এক উষ্ণ পরিবার পেয়েছে,তারা নতুন পরিবারে ভালভাবে বড় হয়ে উঠে ।পরবর্তীকালে চীন সরকারের বলিষ্ঠ সমর্থনে এবং যাবতীয় কর্মীদের মিলিত প্রচেষ্টায় চীনে আরও বেশী শিশু পল্লী প্রতিষ্ঠিত হবে ,যাতে আরও বেশী অনাথ-ছেলেমেয়ে সুষ্ঠুভাবে বড় হয়ে উঠবে বলে আমরা আশা করি ।

    চীনের বেসামরিক মন্ত্রনালয়ের উপমন্ত্রী লি লিকো বলেছেন , পরবর্তীকালে চীনের এস-ও-এস শিশু পল্লী আন্তর্জাতিক এস-ও-এস শিশু পল্লী সংস্থার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করবে । তিনি জানিয়েছেনযে,চীনের দশম এস-ও-এস শিশু পল্লী—পেইচিং এস-ও-এস শিশুপল্লী প্রতিষ্ঠার প্রস্তুতি নেয়া হয়েছে । আগামী বছরে এর নির্মান কাজ সম্পন্ন হবে বলে অনুমান করা যাচ্ছে ।