২৯ জুন ইরাকের অস্থায়ী সরকারের সাবেক বিদ্যুত্ মন্ত্রী আল-সামারাই বলেছেন, ইরাক বিরোধী সংস্থা যুক্তরাষ্ট্র ও ইরাকের অন্তবর্তিকালিন সরকারের সঙ্গে আলোচনা করার শর্ত উপস্থাপন করেছে, তাতে যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনার প্রতিআন্তরিকতা প্রকাশ করা এবং ইরাক বিরোধী সংস্থার নিরাপত্তা নিশ্চয়তা করার দাবি জানানো হয়েছে।
সামারাই বলেছেন, ইরাক বিরোধী সংস্থা মার্কিন বাহিনীকে এক -- তিন বছরের মধ্যে ইরাক থেকে প্রত্যাহার সম্পন্ন করা,ইরাকের সবগুলো সশস্ত্র শক্তি সংস্থাকে নিরস্ত্র করা এবং সব ধরনের সামরিক তত্পরতা বন্ধ করার দাবি জানিয়েছে। তিনি বলেছেন, বিরোধী সংস্থা আরো দাখিল করেছে যে ইরাকে সাবেক যুক্তরাষ্ট্রের সর্বোচ্ছ কর্মকর্তা ব্রেমেরের যাবতীয় সিদ্ধান্ত বাতিল করা , সকল বন্দী ইরাকী নাগরিককে মুক্তি দেয়া। এবং সঙ্গে সঙ্গে আশা করে জাতি সংঘ এবং ইউরোপের আরো বেশি অঞ্চল ইরাকের পুনর্গঠন বিষয়ে অংশ নেবে।
|