v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-30 17:58:32    
বৃহত্তর মেকং নদীর উপঅঞ্চলের অর্থনৈতিক সহযোগিতায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

cri
    চীনের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী শেন কুওফাং সম্প্রতি পেইচিংয়ে বলেছেন, বহু বছর ধরে চীন সক্রিয়ভাবে বৃহত্তর মেকং নদীর উপঅঞ্চলের অর্থনৈতিক সহযোগিতায় অংশ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যকার পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ত্বরান্বিত করে এবং বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    বৃহত্তর মেকং নদীর উপঅঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা হচ্ছে মেকং নদী অববাহিকার ছয় দেশ, অর্থাত্ চীন, কাম্বডিয়া, লাওস, থাইল্যান্ড এবং ভিয়াত্মাম-এর ১৯৯২ সালে প্রতিষ্ঠিত আঞ্চলিক সহযোগিতামূলক ব্যবস্থা। যার লক্ষ্য হচ্ছে সদস্য দশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনীতির বৃদ্ধি ও সমাজের উন্নয়ন ত্বরান্বিত করা এবং অভিন্ন আঞ্চলিক সমৃদ্ধি বাস্তবায়ন করা।

    দু'দিনব্যাপী বৃহত্তর মেকং নদীর উপঅঞ্চলের অর্থনৈতিক সহযোগিতার দ্বিতীয় শীর্ষ সম্মেলন ৪ জুলাই চীনের খুনমিংয়ে অনুষ্ঠিত হবে। শেন কুওফাং সম্মেলনের অবস্থা প্রসঙ্গে ব্যাখ্যা করার সময় বলেছেন, চীন দারিদ্র্য দূরীকরণ এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এই ব্যবস্থার কার্যকরণেরউপর গুরুত্ব দেয়।

    জানা গেছে, বৃহত্তর মেকং নদীর উপঅঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে মেকং নদীর চ্যানেল উন্নয়নের প্রকল্পের জন্য চীন পুঁজি বিনিয়োগ করেছে, অন্যান্য সদস্য দেশের সঙ্গে বিভিন্ন ধরণের কৃষি সহযোগিতা চালু করেছে এবং সংশ্লিষ্ট দেশের জন্য এক হাজার পাঁচ'শ পেশাদার ধীশক্তি প্রশিক্ষণ দিয়েছে।