২৯ জুন কমনওয়েলথের সদস্যদেশগুলোর সমষ্টি নিরাপত্তা চুক্তি সংস্থার মহাসচিব বোর্দইউজা বলেছেন, চীন মধ্য এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চয়তার ক্ষেত্রে চাবিকাঠির ভূমিকা পালন করে, এবং বিশ্বের পরিস্থিতির সুরক্ষায় একটি খুবই গুরুত্বপূর্ণ শক্তি।
তিনি বলেছেন, চীনের অর্থনীতির দারুণ সাফল্য অর্জিত হয়েছে এই সংস্থা চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করে যৌথ আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা, নতুন হুমকি ও চ্যালেঞ্জের বিরোধিতার অনুকূল পরিশে তৈরি করবে।তিনি আরো বলেছেন, সন্ত্রাসী সংস্থা, চরমপন্থী, মাদক দ্রব্য অপরাধি ও অবৈধ অভিবাসীর আঘাত ইত্যাদি ক্ষেত্রে চীন ও এই সংস্থার সহযোগিতার ভবিষ্যত্ খুবই তত্পর্যপূর্ণ।
|