২৯ জুন চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি সূত্রে প্রকাশ , সম্প্রতি চীন সরকার কয়লা শিল্পের স্থিতিশীল বিকাশ তরান্বিত করে জাতীয় অর্থনীতির চাহিদা মেটানোর বেশ কয়েকটি নতুন নীতি প্রণয়ন করেছে ।
এইসব নতুন নীতি অনুসারে এ বছর থেকে পরবর্তী তিন থেকে পাঁচ বছরের মধ্যে কয়লাখনি খননের সার্বিকপরিকল্পনা প্রণয়ন করা হবে । বৃহত কয়লা উত্পাদন ঘাঁটি প্রতিষ্ঠার গতি তরান্বিত হবে , কয়লা খনির নিরাপত্তা ও উত্পাদন ব্যবস্থা আরো নিখুঁত হবে এবং কয়লা খনির দুর্ঘটনা কমানোর ব্যবস্থা নেওয়া হবে ।
তাছাড়া , বর্তমান ইচ্ছামতো কয়লা খনন ও কয়লা খনি সম্পদ বানচাল করার অবস্থার পরিবর্তনের জন্য সরকারের কয়লা খনি খনন সম্পর্কিত অনুমোদন আরো কড়াকড়ি হবে ।
|