v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-01 10:19:08    
চীনের গ্রামাঞ্চলে নতুন চিকিত্সা ব্যবস্থা

cri
    উ চুন চাং হচ্ছেন চিলিন প্রদেশের কং চু লিন শহরের একজন কৃষক । সম্প্রতি একটি আকস্মিক দুঘর্টনায় তার গ্রীবার হাড় গুরুতরভাবে আহত হয় । তার স্ত্রী ছিউ ইয়া চেন সংবাদদাতাকে বলেছেন ,সৌভাগ্যক্রমে সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিয়েছি , নইলে উচ্চ চিকিত্সা ব্যয়ের জন্য পরিবারের অথর্নীতি অসুবিধাজনক অবস্থায় পড়তো । তিনি বলেছেন ,

    "ভাবতেও পারি নি যে ,সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দেয়ার পর এত তাড়াতাড়ি উপকার পাবো। তখন শুধু এই কথা ভেবেই এই ব্যবস্থায় যোগ দিয়েছি যে ,অন্যান্যরা যোগ দিচ্ছে বলে আমিও যোগ দিই ,কোনো অসুখবিসুখ হলে চিকিত্সা করাতে পারবো এবং কিছু ভতুর্কি পাবো । ভাবতেও পারি নি যে ,তিনি এত গুরুতরভাবে আহত হয়েছেন । পরে সমবায় চিকিত্সা তহবিল থেকে আমাদের তিন হাজার ইউয়ান রেনমিনপিরও বেশী ভতুর্কি দেয়া হয়েছে । এই ভতুর্কি না পেলে আমাদের অন্যান্যদের কাছ থেকে টাকা ধার নিতে হতো এবং এখনও এই টাকা পরিশোধের সামর্থ্য আমাদের হতো না ।"

    উ চুন চাংয়ের মতো নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থায়উপকৃত কৃষকদের সংখ্যা চিলিন প্রদেশে ক্রমাগত বাড়ছে । এই ব্যবস্থায় যোগদানেচ্ছু প্রত্যেক কৃষক দশ ইউয়ান করে দেয়। একই সময় সরকার এই ব্যবস্থায় যোগদানকারী প্রত্যেক কৃষককে বিশ ইউয়ান করে ভতুর্কি দেয় । এই সব অর্থ সমবায় চিকিত্সা তহবিল হিসেবে স্থানীয় ব্যাংকের বিশেষ একাউন্টে জমা দেয়া হয় । এই ব্যবস্থায় যোগদানকারী কৃষকদের কোনো অসুখবিসুখ হলে তারা স্থানীয় হাসপাতালে চিকিত্সা করতে পারের এবং চিকিত্সা ব্যয়ের কিছু অংশ ফেরত পান ।

    চিউ থাই শহর হচ্ছে চিলিন প্রদেশের পরীক্ষামূলকভাবে নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবতর্নকারী আরেকটি শহর । ওয়ান চুন লিয়াং হচ্ছেন এই শহরের সিং লং টাউনের কাউ ওয়াই গ্রামের একজন কৃষক । তিনি সংবাদদাতাকে বলেছেন ,

    "এই সমবায় চিকিত্সা ব্যবস্থা হচ্ছে আমাদের কৃষকদের জন্য সরকারের প্রবতির্ত একটি ভালো ব্যবস্থা । অনেক কৃষক রোগাক্রান্ত হলে আথির্ক ক্ষেত্রে খুবই অসুবিধায় পড়ে যায় । তাই এবার আমি যে কয়েক শ ইউয়ান ভতুর্কি পেয়েছি তাতে আমার সমস্যা মিটে গেছে ।"

    এই ব্যবস্থায় যোগ দেয়ার ফি কম এবং ফল স্পষ্ট বলে বতর্মানে চিলিন প্রদেশের চিউ থাই শহরের ছয় লক্ষাধিক কৃষকের প্রায় ৮৫ শতাংশই এই নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিয়াছেন । এই শহরে অথার্ভাবে রোগ চিকিত্সা করাতে না পারার অবস্থা ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে । এই শহরের গ্রামীণ সমবায় চিকিত্সা কার্যালয়ের দায়িত্বশীল ব্যক্তি ম্যাদাম চিয়াং এন চু বলেছেন ,

    "সামগ্রিকভাবে বলতে গেলে আমাদের শহরে চিকিত্সা নেয়া রোগীদের সংখ্যা স্পষ্টভাবে বেড়েছে । যেমন , ২০০৪ সালে চিকিত্সাপ্রাপ্ত ধীন রোগীদের সংখ্যা তার আগের বছরের তুলনায় এক-তৃতীয়াংশ বেড়েছে । তার প্রধান কারণ হচ্ছে এই যে ,আগে কোনো কোনো কৃষক আথির্ক অসচ্ছলতার দরুন অসুস্থ হলেও ক্লিনিকে চিকিত্সা করাতে যেতে চাইতো না । সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দেয়ার পর কৃষকরা ক্লিনিকে চিকিত্সা করালে নিদির্ষ্ট পরিমাণের ভতুর্কি পায় বলে তারা চিকিত্সা করাতে যেতে ইচ্ছুক ।"

    বতর্মানে চিলিন প্রদেশে প্রায় বিশ লক্ষ কৃষক নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থায় যোগ দিয়েছেন । সমবায় চিকিত্সা তহবিল থেকে কৃষকদের মোট দুই কোটি দশ লক্ষ ইউয়ান রেনমিনপিরও বেশী চিকিত্সা ব্যয় ফেরত দেয়া হয়েছে । কৃষকদের চিকিত্সা ব্যয়ের বোঝা প্রাথমিকভাবে কমে গেছে ।

    শ্রোতাবন্ধুরা , বতর্মানে চিলিন প্রদেশের মতো চীনের যাবতীয় প্রদেশে তিন শ'টিরও বেশী জেলায় পরীক্ষামূলকভাবে নতুন সমবায় চিকিত্সা ব্যবস্থা প্রবতির্ত হয়েছে । মোট সাত কোটিরও বেশী লোক এই ব্যবস্থায় যোগ দিয়েছেন । পরিকল্পনা অনুসারে ২০১০ সালে চীনের যাবতীয় গ্রামাঞ্চলে এই ব্যবস্থা প্রবতির্ত হবে । তখন কৃষকদের অথার্ভাবে রোগ চিকিত্সা করাতে না পারার সমস্যার পুরোপুরি সমাধান হবে ।