v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-30 15:22:18    
চীনের ষষ্ঠ বংশের চলচ্চিত্র পরিচালক লু ছুয়ান

cri
    চীনের চলচ্চিত্র মহলে কয়েকজন ত্রিশ বছর বয়সের যুব পরিচালক আছেন , তাঁরা দর্শকদের জন্য কিছু নতুন স্টাইলের ছবি উপহার দিয়েছেন । চীনে তাদেরকে ষষ্ঠ বংশের পরিচালক বলা হয় । পরিচালক লু ছুয়ান তাঁদের মধ্যে একজন ।

    ২০০৪ সালের শেষ দিকে লু ছুয়ানের পরিচালিত কাহিনী ছবি ' কোকোসিলি ' চীনের তথা এশিয়ার দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ছায়াছবি ' কোকোসিলি ' চীনের প্রথম পশ্চিমাংশের উত্তেজনাপূর্ণ ছবি , এই ছবি কাহিনী ছবি হলেও প্রামান্য ছবির মতো সত্য মনে হয় । এই ছায়াছবিতে আটজন পাহাড় রক্ষী দলের সদস্যের পশ্চিম চীনের ছিংহাই -তিব্বত মালভূমির নির্জন কোকোসিলি অঞ্চলে চীনের বিলুপ্তপ্রায় তিব্বতী এন্টিলোপ শিকার প্রতিরোধের কাহিনী বর্ণনা করা হয়েছে । এই আটজন পাহাড়-রক্ষী দলের সদস্য দুরুহ প্রাকৃতিক পরিবেশে হিংস্র ও লোভী শিকারীদের বিরুদ্ধে মরিয়া হয়ে সংগ্রাম চালিয়েছেন , শেষে আটজনের মধ্যে মাত্র তিনজন জীবিত অবস্থায় কোকোসিয়া থেকে ফিরে আসেন ।

    এই ছায়াছবি এক সত্যি কাহিনীর ভিত্তিতে তৈরী হয়েছে । এই ছবির রচয়িতা ও পরচালক হিসেবে লু ছুয়ান কোকোসিলিতে ঘটিত এই বাস্তব ঘটনা শুনে বিপুলভাবে অভিভূত হয়েছিলেন । তিনি বলেছেন , ঠিক কোকোসিলির নির্জন এলাকায় পাহাড়রক্ষীদের কাহিনী আমাকে মুগ্ধ করেছে ,তাই আমি এই কাহিনী সবাইকে অবহিত করার আশা রাখি । প্রত্যেক পরিচালকের ছায়াছবি তার নিজের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত । দর্শকরা ছায়াছবি থেকে পরিচালকের মনের আকাঙ্খা , তার স্বপ্ন, তার মনের ব্যথা ও আনন্দ বুঝতে পারেন । আমি যে ' কোকোসিলি' ছবি পরিচালনা করেছি , তা' আমার জীবন ও আতাঙ্খার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ।

    ৩৩ বছর বয়সের লু ছুয়ান এক ভদ্র লোক , তার ভদ্রতা দেখে কেউ ভাবতেও পারেন না যে তিনি ' কোকোসিলির ' মতো চিত্তাকর্ষক ছবি পরিচালনা করতে পারেন , কিন্তু তিনি কাজ করার সময় চেষ্টার কোনো ত্রুটি করেন না , তিনি ও তার সহকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই ছবি তৈরী করেছেন ।

    কোকোসিলি চীনের ছিংহাই-তিব্বত মালভূমির থানকুরা পর্বত ও কুনলুন পাহাড়ের মাঝখানে অবস্থিত , এই জায়গা চীনের দীর্ঘতম নদী ইয়াংসি নদীর উত্পত্তিস্থল । সমুদ্রসমতল থেকে পাঁচ হাজার মিটার উঁচুতে অবস্থিত এই অঞ্চলে শীত বেশী , বায়ুর মধ্যে অক্সিজেনের পরিমাণ মাত্র সমুদ্র সমতল অঞ্চলের অর্ধেক , এই অঞ্চল মানুষের থাকার অনুপযোগী বলে অভিহিত করা হয় । কিন্তু এই অঞ্চলে দুর্লভ তিব্বতী এন্টিলোপ থাকে , তার নরম লোম দিয়ে মূল্যবাণ চাদর তৈরী করা যায় । অনেক বেআইনী শিকারী টাকা-পয়সার জন্য তিব্বতী এন্টিলোপ শিকার করে , পাহাড়রক্ষী দলের অনেক সদস্য তিব্বতী এন্টিলোপ রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন করেছেন ।

    পরিচালক লু ছুয়ান এই ছায়াছবিতে কোকোসিলির বরফ আচ্ছাদিত পাহাড় , তৃণভূমি , আয়নার মতো সচ্ছ হ্রদ আর তিব্বতী এন্টিলোপেরমালভূমিতে দৌড়ের দৃশ্য দেখানো হয়েছে , ছিংহাই-তিব্বত মালভূমিতে জীবজন্তু মানুষের মরদেহ খাওয়া ,মানুষের জীবন্ত কবর দেয়া আর পাহাড়রক্ষী ও শিকারীদের গুলিবিনিময়ের দৃশ্য দর্শকদের মন আন্দোলিত করে । লু ছুয়ান বলেছেন , এই নির্জন মালভূমিতে মানুষ এতো দুর্বল যে মুহুর্তের মধ্যে প্রাণহানি হতে পারে । তিনি আশা করেন এই ছবি দেখে দর্শকরা জানতে পারেন চীনে এমণ বিশাল ও সুন্দর নির্জন ভূমিও আছে ।

    ছায়াছবি ' কোকোসিলি ' তৈরী করতে চার মাস সময় লেগেছিল , প্রথম দিকে লু ছুয়ান ও তার সহকর্মীর সংখ্যা ছিল মোট ১০৮জন , কিন্তু ছিংহাই –তিব্বত মালভূমির দুরুহ প্রাকৃতিক অবস্থার দরুণ অনেক কর্মী শারিরীক কারণে শেষ পর্যন্ত কাজ করতে পারেন নি , এই ছবি তৈরীর কাজ সম্পন্ন হওয়ার সময় কর্মী সংখ্যা কমে হয় মাত্র ৬০জন । এই ছবি তোলার সময় লু ছুয়ান ও তার সহকর্মীরা অসহনীয় কষ্ট ভোগ করেছেন । প্রবল বাতাস ও বরফে শুধু মানুষের উপরের অংশ অস্পষ্টভাবে দেখা যায় , নীচের অংশ কিছুই দেখা যায় না , অক্সিজেনের অপর্যাপ্ততার দরুন লু ছুয়ান ও তার সহকর্মীরা সব সময়ই ক্লান্ত মনে করতেন ।এই ছবি তৈরীর সময় লু ছুয়ানের প্রচুর চুল পড়ে গিয়েছে , তার হৃডপিন্ডেরও সমস্যা হয়েছিল । কিন্তু লু ছুয়ান মনে করেন , যদিও এই ছবি তৈরীর সময় অনেক কষ্ট সহ্য করেছেন , কিন্তু এতে অনুশোচনার কিছু নেই । কারণ এই নির্জন ভূমিতে তিনি জীবন সম্বন্ধে নতুন উপলব্ধি পেয়েছেন । তিনি বলেছেন , শহরাঞ্চলে নিজেকে খুব শক্তিশালী মনে হতে পারে , কিন্তু এই নির্জন মালভুমিতে প্রকৃতির সামনে মানুষ অত্যন্ত দুর্বল । লু ছুয়ান বলেছেন , মানুষের প্রকৃতির মধ্যে অনেক অনির্দিষ্ট উপাদান আছে , পরিবেশ মানুষের প্রকৃতি পরিবর্তন করতে পারে , অস্তিত্ব হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি , ছায়াছবি ' কোকোসিলি ' তৈরীর সময় আমি এই প্রশ্ন উপলব্ধির সুযোগ পেয়েছি ।

    লু ছুয়ান একজন সৈনিক ছিলেন , তিনি সৈন্যবাহিনীর বিদ্যালয়ে পড়াশুনা করেছেন । ছায়াছবি পছন্দ করেন বলে তিনি পরীক্ষার মাধ্যমে পেইচিং সিনেমা ইন্সটিটিউটের পরিচালক বিভাগে স্নাতকত্তোর ছাত্র হিসেবে পড়াশুনা করেছেন । ১৯৯৮ সাল থেকে আজ পর্যন্ত লু ছুয়ান ' বন্দুক অনুসন্ধান ' ও ' কোকোসিলি ' নামে দুটি ছবি পরিচালনা করেছেন , এই দুটি ছবি চীনের দর্শকদের প্রশংসা পেয়েছে । ' বন্দুক অনুসন্ধান ' ছবিটিতে চীনের এক সীমান্ত এলাকার পুলিশ মা শানের নিজের হারানো বন্দুক খোঁজার কাহিনী বর্ণনা করা হয়েছে । লু ছুয়ান একজন আদর্শবাদী , তিনি ছায়াছবি ' কোকোসিলি 'তে পাহাড় রক্ষী দলের প্রধানের গায়ে নিজের অনেক অনুভূতি মিশিয়ে দিয়েছেন । ছবির শেষে অবর্ণনীয় কষ্ট ভোগ করার পর যখন সবাই মনে করেন পাহাড় রক্ষীরা বিজয় লাভ করেছেন , ঠিক এই সময় দলের প্রধান শিকারীর গুলিতে মৃত্যুবরণ করেন , অপ্রস্তুত অবস্থায় এই মর্মান্তিক দৃশ্য দেখে অনেক দর্শকের চোখে জল এসে যায় ।

    একজন যুব পরিচালক হিসেবে লু ছুয়ান নিজেকে ধন্য মনে করেন । তিনি বলেছেন , আমি আশির দশকে জন্ম নিয়েছি , আমি চীনের সংস্কার অভিযান নিজের চোখে দেখেছি । সংস্কার অভিযানের কল্যানে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি , ইচ্ছানুসারে সাহিত্য রচনা করতে পারি , আমরা আগের চেয়ে অনেক বেশী স্বাধীনতা পেয়েছি । বর্তমানে লু ছুয়ান এক যুদ্ধ সম্পর্কিত ছবি তৈরীর প্রস্তুতি নিচ্ছেন ।