|
 |
(GMT+08:00)
2005-06-29 20:55:57
|
মূলভূভাগ তাইওয়ানের সঙ্গে তিন ক্ষেত্রে যোগাযোগ বাস্তবায়ন করতে আগ্রহী
cri
২৯ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হো সি চুন বলেছেন , তাইওয়ান প্রণালীর দুই পারের মধ্যে যথাশীঘ্র সম্ভববিমান-যোগাযোগ, ডাক-যোগাযোগ ও বানিজ্যিক আদানপ্রদান বাস্তবায়নের জন্য আমরা আশা করি তাইওয়ান কর্তৃপক্ষ মূলভুভাগের প্রতি অবহেলামূলক সীমা যতোতাড়াতাড়ি সম্ভব বাতিল করবে । তিনি আরো বলেছেন , মূলভূভাগ ইতিমধ্যে তাইওয়ানের প্রথম রপ্তানি বাজার ও বানিজ্যের অনুকূল উদ্বৃত্তের উত্সে পরিণত হয়েছে । পারস্পরিক আদান-প্রদান ও সহযোগিতা বাড়ানো দু পারের স্বদেশীদের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । তিনি জোর দিয়ে বলেছেন , তাইওয়ানের রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ১৯৯২ সালের মতানৈক্যকে সমর্থন করেন , স্বাধীন তাইওয়ান প্রয়াসী শক্তির বিরোধীতা করেন এবং দুই পারের মধ্যে সম্পর্ক প্রসারকে সমর্থন করেন , মূলভুভাগ তাদের সঙ্গে সংলাপ করতে আগ্রহী ।
|
|
|