২৯ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত একটি তথ্য জ্ঞাপন সভায় চীনের জাতীয় মহাসাগর অধিদপ্তরের মেরু পর্যবেক্ষণ অফিসের প্রধান ছু থানচৌ বলেছেন , জুলাই মাস থেকে চীন উত্তর মেরু অঞ্চলে প্রায় এক বছর স্থায়ী বৈজ্ঞানিকপর্যবেক্ষণ চালাবে ।
জানা গেছে , কিছু দিন পর চীনের ২১জন বিজ্ঞানী উত্তর মেরু অঞ্চলে যাবেন । তারা গত বছর প্রতিষ্ঠিত নরওয়ের স্পিটসবার্গেন দ্বীপে প্রতিষ্ঠিত চীনের হলুদ নদী বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রে ভূতত্ত্ব , পরিবেশ , আবহাওয়াসহ ১১টি বিষয়ে পর্যবেক্ষণ চালাবেন ।
ছু থানচৌ আরো বলেছেন , উত্তরমেরু অঞ্চলে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চালানোর সময় চীন উত্তর মেরুর নিকটবর্তী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করবে এবং অভিন্ন স্বার্থজড়িত সমস্যাগুলো গবেষণনা চালাবে ।
|