চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ২৯ জুন পেইচিংয়ে সফররত ফিজির প্রধানমন্ত্রী লাইসেনিয়ার সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন , চীন ফিজির সঙ্গে যৌথ প্রয়াস চালিয়ে দু'দেশের বিভিন্ন সমঝোতা বাস্তবায়ন করতে এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিতে ইচ্ছুক ।
চিয়া ছিং লিন বলেছেন , চীন ও ফিজির সম্পর্কের ওপর চীন গুরুত্ব দেয় । কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান ও সহযোগিতা অব্যাহতভাবে প্রাসারিত হচ্ছে । দু'দেশের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ দু'দেশের জনগণের জন্য বাস্তব স্বার্থ এনেছে । ফিজি সরকার যে একচীন নীতি মেনে চলে চীন তার প্রশংসা করেছে এবং আশা করে ফিজি অব্যাহতভাবে চীনের একীকরণ ব্রত সমর্থন করবে ।
লাইসেনিয়া বলেছেন , পারস্পরিক আস্থা , সমঝোতা ও শ্রদ্ধার ভিত্তিতে দু'দেশ সুষ্ঠুভাবে সহযোগিতা করেছে । এই ভিত্তিতে ফিজি দু'দেশের সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক । ফিজি সরকার আগের মতো ভবিষ্যতেও এক চীন নীতি মেনে চলবে ।
|