|
 |
(GMT+08:00)
2005-06-29 19:50:12
|
তাইওয়ানের সিংতান পার্টির একটি প্রতিনিধি দল মূলভুভাগ সফরে আসছে
cri
২৯ জুন চীনের রাস্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মূখপাত্র লি ওয়ে ই পেইচিংয়ে অনুষ্ঠিত একটি নিয়মিত সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন , চীনের জাপান আক্রমণ বিরোধী যুদ্ধর বিজয়ের ৬০তম বাষির্কি উপলক্ষে তাইওয়ানের সিংতান পার্টির একটি প্রতিনিধি দল ৬ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত মূল ভূভাগ সফর করবে । সফরকালে এই প্রতিনিধি দল কুয়াংচৌ শহরে হুয়ানকান শহীদ মিনার আর নানচিং শহরে সুন ইয়াত সেনের সমাধিস্থলে শ্রদ্ধানিবেদন করবে । নাংচিংয়ে জাপানী আগ্রাসী বাহিনীর হত্যাযজ্ঞ সংক্রান্ত একটি প্রদর্শনী কক্ষ পরিদর্শন করবে এবং তা লিয়েন শহর সফর করবে । সফরশেষে প্রতিনিধি দল পেইচিংয়ে জাপ-আক্রমণ বিরোধী যুদ্ধের বিজয় সংক্রান্ত প্রদর্শনী কক্ষ পরিদর্শন করবে এবং পেইচিংয়ের বিশেষজ্ঞ ও পন্ডিতদের সঙ্গে আলাপ করবে।
|
|
|