আন্তর্জাতিক পরীক্ষামূলক রি-আক্টর পরিকল্পনায় অংশগ্রহণকারী ছ'পক্ষ অর্থাত ই-ইউ, মার্কিন যুক্তরাষ্ট্র ,জাপান ,দক্ষিণ কোরিয়া ও চীন ২৮ জুন মস্কোয় সিদ্ধান্ত নিয়েছে যে , বিশ্বের প্রথম পরীক্ষামূলক রি-আক্টোর ফ্রান্সে নির্মিত হবে ।
রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রুমিয়ানটসেভ এই প্রসঙ্গে বলেছেন , সংশ্লিষ্ট পক্ষগুলো চলতি সালে একটি পরিকল্পনা তৈরী করবে , যাতে এই পরীক্ষামূলক রি-আক্টোর অচিরে নির্মিত হয় ।
উল্লেখ করা যেতে পারে যে , হ্যাভি হাইড্রোজেনই এই পরীক্ষামূলক রি-আক্টোরের কাঁচামাল । পরীক্ষা সফল হলে মানবজাতি সমুদ্র জলের হ্যাভি হাইড্রোজেন ব্যবহার করে অফুরন্ত শক্তি পাবে ।
|