২৯ জুন কেনিয়ার তথ্য মাধ্যম সূত্রে জানা গেছে, কেনিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী মুখিসা কিটুই সম্প্রতি বলেছেন, আফ্রিকার দারিদ্র সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো নিরপেক্ষ বাণিজ্য।
তিনি বলেছেন, উন্নত দেশগুলোর আফ্রিকার ঋণ কমানো হলো একটি শুভেচ্ছা-পদক্ষেপ ।কিন্তু বর্তমানে এখনকার প্রথম কাজ হলো আফ্রিকার দারিদ্র্যের কারণ খুঁজেবেরকরা। এর ফলে আফ্রিকান দেশগুলো দ্রুত উন্নয়নের পথে এগুতে পারবে। তিনি মনে করেন, আরো নিরপেক্ষ ও যুক্তিযুক্ত বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করার জন্য আফ্রিকার আন্তর্জাতিক বাণিজ্যে আরো বেশি অংশ নেওয়া উচিত। তিনি আশা করেন, অনুষ্ঠিতব্য জি-৮ শীর্ষ সম্মেলনে আফ্রিকার বাণিজ্যকে আলোচ্যবিষয়ে প্রথম স্থানে দেওয়া হবে।
চলতি মাসে, জি-৮ অর্থমন্ত্রী সম্মেলন দরিদ্র দেশগুলোর চল্লিশ বিলিয়ান মার্কিন ডলার ঋণ মত্তকুফ করতে রাজি হয়েছে।
|