১৯৯০ সালের ২৯ জুন সুইডেন সরকার আনুষ্ঠানিকভাবে নবেল পুরস্কার তহবিল প্রতিষ্ঠার অনুমোদন দেয়। ১৮৯৫ সালে নবেল অন্তিম বাণী লিখেছিলেন যে, মানব জাতির বিজ্ঞান ও শান্তি ব্রতের উন্নয়ন তরান্বিত করার জন্য তিনি তাঁর উত্তরাধিকারের কিছু অংশ , মানে ৩ কোটি ২০ লক্ষ(প্রায় ৯২ লক্ষ মার্কিন ডর্লার) সুইডিস ক্রোনা তহবিল হিসেবে দান করার সিদ্ধান্ত নেন। এই তহবিলের সুদ দিয়ে ৫ ধরনের নবেল পুরস্কার প্রণয়ন হয়। এ পাঁচটি পুরস্কার হলো: পদার্থবিদ্যা, রসায়ন, শারীরবৃত্ত অথবা চিকিত্সা, সাহিত্য আর শান্তি পুরস্কার। ১৮৯৭ সালের জানুয়ারী মাসে নবেলের অন্তিম বাণী প্রকাশিত হয়।
নবেল সুইডেনের রসায়নবিদ , প্রকৌশলী এবং শিল্পপতি ছিলেন। তিনি ১৮৩৩ সালের ২১ অক্টোবর জন্ম গ্রহণ করেন এবং ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর মারা যান। ছোটবেলায় তিনি প্রধানত গৃহ -শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন। ১৬ বছর বয়সে তিনি একজন দক্ষ রসায়নবিদে পরিণত হন। তিনি সাবলীলভাবে ইংরেজি, ফরাসী , জার্মান , রুশ প্রভৃতি ভাষায় কথা বলতে পারতেন। ১৮৫০ সালে তিনি ফ্রান্সে রসায়ন অধ্যয়ন করতে যান। ১৮৫১ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে চার বছরের জন্য কাজ করেছেন। পরে তিনি সেন্ট পিটার্সবার্গে ফিরে গিয়ে তাঁর বাবার চালানো কারখানায় কাজ করেন। ১৮৫৯ সালে তিনি সুইডেনে ফিরে গিয়ে তরল পদার্থ বারুদ তৈরি করতে শুরু করেন। গবেষণার ভিত্তিতে হলুদ রংয়ের বারুদ আর বিস্ফোরক আবিস্কার করা হয়। ১৮৬৭ সালে (ব্রিটেনে) এবং ১৮৬৮ সালে( মার্কিন যুক্তরাষ্ট্রে) এই হলুদ বারুদ প্যাডেন্ট অর্জন করে।
|