২৮ জুন ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রামস্ফেল্ড সফররত ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে একটি যুক্তরাষ্ট্র ও ভারতের দশ বছরব্যাপী সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি স্বাক্ষর করার ফলে দু'দেশের সামরিক ক্ষেত্রের সহযোগিতা জোরদার হবে।
দু'পক্ষ চুক্তি স্বাক্ষর করার পর একটি বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ভারত দুই সেনাবাহিনীর মধ্যকার আর সামরিক শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করবে। দু'পক্ষ একটি অস্ত্র ক্রয় ও উত্পাদন দল প্রতিষ্ঠা করা, একটি সংশ্লিষ্ট অস্ত্র গবেষণা ,পরীক্ষা ও পর্যালোচনা প্রভৃতি ক্ষেত্রের সহযোগিতার চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছে।
জানা গেছে, প্রণব মুখার্জি এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করেছেন। তার এবারের সফরের প্রধান লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও ভারতের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা।
|