৫৯ তম জাতি সংঘ উন্নয়নের পুঁজি সংগ্রহ সংক্রান্ত উচ্চ পর্যায়ের সংলাপ সম্মেলন ২৮ জুন নিউইয়োর্কে অবস্থিত জাতি সংঘের সদর দফতরে সমাপ্ত হয়েছে। সম্মেলনে ২০০২ সালে মন্টরেই উন্নয়নের পুঁজি সংগ্রহ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে অর্জিত মতৈক্য বাস্তবায়নের পরিস্থিতি যাচাই করা হয়েছে এবং আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতি সংঘের শীর্ষ সম্মেলনের জন্যে প্রস্তুতি নেয়া হয়েছে।
বিভিন্ন দেশের সরকারী উর্ধ্বতন-কর্মকর্তা এবং বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইত্যাদি সংস্থার দায়িত্বশীল ব্যাক্তিরা এবারকার সম্মেলনে অংশ নিয়েছেন।
সম্মেলনের সময়ে যোগদানকারীরা যথাক্রমে বলেছেন, উন্নয়নের জন্য পুঁজি সংগ্রহ জাতি সংঘের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাঁরা উন্নত দেশগুলো ২০১৫ সালের আগে তাদের জাতীয় উত্পাদনের মোট মূল্যের ০.৭ শতাংশের সরকারী সাহায্য বাস্তবায়নের কর্মসূচী প্রণয়নের স্বাগত জানিয়েছেন এবং যে উন্নত দেশগুলো এখনও কর্মসূচী প্রণয়ন করেনি তাদের উদ্দেশ্যে যথাশীঘ্রই পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।
|