লিথুয়েনিয়ার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ২৮ তারিখে ভিলনিউসে ঘোষণা করেছেন যে, জার্মানি জুলাই মাসের শুরুর দিকে দার্ল্যান্ডসের পরিবর্তে বালটিক সাগরের তিন দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়েনিয়ার আকাশসীমায় টহল দেবে।
তিনি আরো বলেছেন, জার্মানির চারটি এফ-চার জি মিরেজ জেট জঙ্গী বিমান জুন মাসের ৩০ তারিখে লিথুয়েনিয়ার উত্তর দিকের সিওলিয়াইয়ের নিকটবর্তী জোকনিয়া বিমান ঘাঁটিতে পৌঁছবে।
বালটিক সাগরের তিন দেশ গতবছরের মার্চ মাসে নেটোয় অংশগ্রহণ করার পর, তাদের আকাশসীমায় নেটোর সদস্য-দেশের জঙ্গী বিমান টহল দিতে শুরু করেছে। এখন পর্যন্ত , নেটোর সদস্য-দেশ বেলজিয়াম, ডেনমার্ক, ব্রিটেন, এবং নরওয়ে পর্যায়ক্রমে বালটিক সাগর দেশগুলোর আকাশসীমায় টহলের কর্তব্য শেষ করেছে।
|