চীনের অর্থ-মন্ত্রী চিন রেন ছিং ২৮ জুন পেইচিংয়ে বলেছেন, চলতি বছর চীনে কৃষিকর-মুক্ত কৃষকের সংখ্যা ৮০ কোটি হবে।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে রিপোর্ট দেওয়ার সময়ে চিন রেন ছিং বলেছেন, চলতি বছরে চীনের অর্থ মন্ত্রণালয় অব্যাহতভাবে গ্রামাঞ্চলের কর-ব্যবস্থার সংস্কার ত্বরান্বিত করে কৃষিকর-মুক্ত প্রদেশের সংখ্যা ২৭টি পর্যন্ত বাড়াবে । তিনি আরো বলেছেন, চলতি বছরে অর্থ মন্ত্রণালয় খাদশস্য-চাষীদের জন্য সরাসরি ভর্তুকি আরো বাড়িয়ে দেবে। অনুমান করা যায়, চলতি বছরে চীনের খাদ্যশস্য উত্পাদনের জন্য সরাসরি ভর্তুকি গত বছরের চেয়ে ১৪ শতাংশ বাড়বে।
|