 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগামী ২০০৫-০৬ সালের জন্য ৩৮৭ কোটি ৫৩ লাখ ২২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। নয়া বাজেট কোন নতুন কর আরোপ বা বৃদ্ধি করা হয়নি। মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী কর্পোরেশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক বিশষ সাধারণ সভায় এই বাজেট ঘোষণা করেন। উপস্থিত ওয়ার্ড কমিশনার ও মহিলা কমিশনারগণ সর্বসম্মতভাবে বাজেট অনুমোদন করেন। একই সাথে ২০০৪-০৫ অর্থ বছরের ১৬০ কোটি ৪৩ লাখ ৯২ হাজার ৮শ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেয়া হয়।
নতুন উন্নয়ন অনুদান হিসেবে ২শ কোটি ৪৮ লাখ ২২ হাজার টাকা, ত্রাণ হিসেবে ৫০ লাখ টাকা, সরকারের কাছ থেকে উন্নয়ন অনুদান হিসেবে ২শ কোটি ২২ লাখ টাকা আয় ধরা হয়েছে। বাজেট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা, ত্রাণ সাহায্য হিসেবে ৫০ লাখ টাকা, উন্নয়ন খাতে ১২০ কোটি ৬৫ লাখ টাকা। বাজেট সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। তবে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, পরিচ্ছন্নতি, যোগাযোগ ও আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
বাজেট বক্তৃতাকালে মেয়র বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়নে জনগণের প্রাণের দাবি হিসেবে ঘোষিত ৪০ দফা পর্যায়ক্রমে বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাবো। তিনি বলেন, ৪০ দফার অন্যতম সিটি গভর্নমেন্ট বাস্তবায়নে এর রুপরেখা আগামী দু'মাসের মধ্যে প্রধানমন্ত্রী কাছে পেশ করা হবে।
নয়া বাজেটে শিক্ষাখাতে ২৩ কোটি ২৪ লাখ টাকা, উন্নয়ন খাতে ২০ কোটি ৮৬ লাখ, পরিচ্ছন্নতা খাতে ১৭ কোটি ৭ লাখ এবং স্বাস্থ্য খাতে ১৪ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট অধিবেশনে কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
|