২৮ জুন জেনিভায় ইরাক জাতি সংঘের ক্ষতিপূরণ কমিটির মাধ্যমে ১৯৯০-১৯৯১ সাল উপসাগরীয় যুদ্ধের শিকারদের জন্যে আর্থিক ক্ষতিপূরণ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
জাতি সংঘ নিরাপত্তা পরিষদের ১৪৮৩ নম্বর প্রস্তাব অনুযায়ী, ইরাক তার তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি আয়ের ৫ শতাংশ ক্ষতিপূরণের জন্য দান করতে হবে। একই দিন উদ্বোধন হওয়া জাতি সংঘ ক্ষতিপূরণ কমিটির সম্মেলনে, ইরাকের প্রতিনিধি বলেছেন যে, এখন ইরাকের আংশিক তেলের আয় দিয়ে ১৫ বছর আগের উপসাগরীয় যুদ্ধের শিকারদের ক্ষতিপূরণ বন্ধ করার সময় এসেছে।
জানা গেছে, এবারকার সম্মেলন তিনদিন চলবে। ইরাকের কুয়েত দখলের শিকারদের ক্ষতিপূরণের দাবি যাচাই করা হবে।
|