চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী জিরি পারোবেক তাঁর চারদিনব্যাপী চীন সফর শেষ করে ২৮ জুন পেইচিং থেকে রওয়ানা হয়ে স্বদেশে ফিরে গেছেন।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের আমন্ত্রণে পারোবেক ২৫ জুন তাঁর চীন সফর শুরু করেছেন। সফরকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও আলাদা আলাদাভাবে পারোবেকের সঙ্গে সাক্ষাত করেছেন। ওয়েন চিয়া পাও পারোবেকের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ-জড়িত সমস্যা নিয়ে মত বিনিময় করেছে।
পারোবেক প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর এটা তাঁর প্রথম চীন সফর।
|