v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-06-28 22:06:03    
২৭ জুন ১৯৯১ সাল, যুগোস্লাভিয়ায় গৃহ-যুদ্ধ বাঁধে

cri
    ১৯৯১ সাল ছিল যুগোস্লাভিয়ায়অস্থির রাজনৈতিক পরিস্থিতিথেকে সৃষ্টগৃহ-যুদ্ধ আর বিভক্তি রুপান্তরের বছর। ওই বছর জুন মাসে বাঁধানো কয়েক মাস স্হায়ী যুদ্ধে দশ হাজারাধিক লোক প্রাণ হারিয়েছে এবং অপরিমেয় সম্পদ ক্ষতিহয়েছে।যার ফলে ফেডারেল প্রজাতন্ত্র বিভক্তির সম্মুখীন হয়। যুগোস্লাভিয়ার বিভক্তি আর একটানা গৃহ-যুদ্ধ বিশ্ব সমাজের নিবিড় মনোযোগ আকর্ষণ আর গভীর উদ্বেগ সৃষ্টি করে।

    ১৯৯০ সালে যুগোস্লাভিয়ার ফেডারেল প্রজাতন্ত্র ভেংগে যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি বিরোধী দল প্রজাতন্ত্র নির্বাচনে জয়লাভ করে। যুগোস্লাভিয়ারযুযোস্লাভিয়ার ভবিষ্যত রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে বিভিন্ন প্রজাতন্ত্রের মধ্যে দ্বন্দ্ব দিন দিন গুরুতর রুপ নেয়। জাতির দ্বন্দ্ব ক্রমাগত উত্তপ্ত হওয়ার অবস্থায় ক্রোয়েসিয়ার ৬ লক্ষ সার্বিয় নাগনিক ১৯৯০ সালের শেষ দিক থেকে পর পর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করে এবং ক্রোয়েসিয়া ত্যাগ করার কথা ঘোষণা করেছে।১৯৯১ সালের ২৫ জুন স্লোভিনিয়া আর ক্রোয়েসিয়া কতৃর্পক্ষ দীর্ঘ সময়ের প্রস্তুতি নেওয়ার পর যুগপত স্বাধীনতা ঘোষণা করেছে। ১৯৯১ সালের ২৬ জুন যুগোস্লাভিয়া ফেডারেল সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, স্লোভেনিয়া আর ক্রোয়েসিয়া এ দুটো প্রজান্ত্র একপক্ষীয়ভাবে যে স্বাধীনতা ঘোষণা করেছে তা অবৈধ আর অকার্যকর। ১৯৯১ সালের ২৭ জুন স্লোভেনিয়ার সশস্ত্র বাহিনী আর যুগোস্লাভিয়ার গণ ফৌজের মধ্যে বিরাটাকারের সশস্ত্র সংঘর্ষ ঘটে।