২৭ জুন দ্বিতীয় মহাযুদ্ধে নিহত কমান্ডার ও সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জাপানের রাজা আকিহিটো ও রাণী মিছিকো মারিয়ানা দ্বীপুঞ্জের সাইপান দ্বীপে গিয়েছেন । তারা দ্বীপের দক্ষিণ কোরিয় অধিবাসীদের তীব্র প্রতিবাদের মুখোমুখি হয়েছেন ।
রাজা আকিহিটো ২৭ জুন সন্ধ্যায় দ্বিতীয় মহাযুদ্ধে বেঁচে যাওয়া জাপানী সৈনিক ও তাদের পরিবার পরিবর্গের সঙ্গে সাক্ষাত করেছেন । পরিকল্পনা অনুসারে রাজা ও রাণী ১৯৭৫ সালে দ্বিতীয় মহাযুদ্ধে নিহতদের স্মৃতির জন্য প্রতিষ্ঠিত একটি স্মৃতিসৌধ পরিদর্শন করবেন এবং যুক্তরাষ্ট্রের একটি স্মৃতিসৌধে নিহত মার্কিন সৈন্য ও অধিবাসীর প্রতি শ্রদ্ধানিবেদন করবেন ।
উল্লেখ্য যে , রাজা আকিহিটো ও রাণী মিছিকো এই প্রথমবার বিদেশে অবস্থিত রণক্ষেত্র সফর করছেন । দ্বীপের দক্ষিণ কোরিয় অধিবাসীরা রাজা ও রানীর প্রতি নিহত দক্ষিণ কোরিয়ার সৈনিকের জন্য একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করা আর সাইপান দ্বীপে নিষ্ঠুর উপনিবেশবাদী শাসন চালানোর জন্য ক্ষমা চাওয়ার দাবী জানিয়েছেন ।
|