কোটেডিভার সাবেক সরকার বিরোধী সশস্ত্র দল অর্থাত বর্তমানের নতুন শক্তি দল ও সরকারপন্থী মিলিশিয়া সংস্থা ২৭ জুন স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী অস্ত্র সমর্পন করে নি ।
নতুন শক্তি দলের মুখপাত্র অভিযোগ করেছেন , দক্ষিণ কোটেডিভার সরকারপন্থী মিলিশিয়া সংস্থা দেশের শান্তি -প্রক্রিয়ার প্রতি হুঁমকি হয়ে দাঁড়িয়েছে । তাই তাদের নিরস্ত্র করার আগে নতুন শক্তি দল অস্ত্র নামাবে না ।
জানা গেছে , আফ্রিকান ইউনিয়ানের মধ্যস্থতায় কোটেডিভার বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতিনিধিরা ২৮ জুন দক্ষিণ আফ্রিকায় অস্ত্র সমর্পন ও সাধারণ নির্বাচন নিয়ে আবার পরামর্শ করছেন ।
|