চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও২৮ জুন পেইচিংয়ে নিয়মিত সংসাদ সম্মেলনে বলেছেন , চীন ও জাপানের অর্থমন্ত্রী ২৫ জুন চীনের থিয়ান জিন শহরে বৈঠকে মিলিত হয়ে অর্থক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারনের সিদ্ধান্ত নিয়েছেন ।বৈঠকে তাঁরা জোর দিয়ে বলেছেন , গত কয়েক বছরে অর্থনৈতিক ক্ষেত্রে দু দেশের পারস্পরিক নির্ভরশীলতা অবিরাম বেড়েছে ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লিউ চিয়ান ছাও বলেছেন , জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা চীনের সামরিক ব্যয় সম্পর্কে যে অভিযোগ তুলেছে তা একেবারে ভিত্তিহীন । চীন চিরকাল আত্মরক্ষার নীতি অনুসরণ করবে ।
চীনে আমাদানিকৃত জাপানের পাঠ্যবই প্রসঙ্গে লিউ চিয়ান ছাও বলেছেন , ২৫ জুন চীনের তালিয়ান শহরের শুল্ক বিভাগে জাপানের ১৫ কপি পাঠ্যবই আটক করা হয় । পরীক্ষা করে দেখা গেল , এই ১৫ কপি পাঠ্যবইতে দুই রঙ দিয়ে আঁকা চীনের তাইওয়ান ও মূল ভূভাগের ছবি আছে । চীনের সংশ্লিষ্ট আইনবিধি অনুযায়ী এই ১৫ কপি পাঠ্যবই জাপানে ফেরত পাঠানো হয়েছে।
|