|
|
(GMT+08:00)
2005-06-28 19:00:33
|
|
চীনে ফেলে যাওয়া রাসায়নিক অস্ত্র সমস্যায় জাপানের অভিযোগ খন্ডন করেছে চীন
cri
জাপানের ফেলে যাওয়া রাসায়নিক অস্ত্র সমস্যা সমাধানে চীনের প্রতিক্রিয়া সক্রিয় নয় বলে জাপান পক্ষ যে অভিযোগ তুলেছে , ২৮ জুন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়েরমুখপাত্র লিউ চিয়েন ছাও পেইচিংয়ে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে সেই অভিযোগ খন্ডন করেছেন । তিনি বলেছেন , এই সমস্যা সম্বন্ধে চীন পক্ষ ইতিমধ্যে জাপান পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং জাপান পক্ষকে দায়িত্ব পালনের দাবী জানিয়েছে । রাসায়নিক অস্ত্র ফেলে দেওয়া চীনের জাপানের সমরবাদের একটি গুরুতর অপরাধ । আজ পর্যন্ত তাদের ফেলে যাওয়া রাসায়নিক অস্ত্রগুলো চীনের কিছু অঞ্চলের জনগণের জানমাল ও পরিবেশ রক্ষায় হুমকি হয়ে দাড়িয়েছে । এবার কুয়াং চৌ শহরের তিনজন নাগরিক যে জাপানের ফেলে যাওয়া রাসায়নিক অস্ত্র থেকে নির্গত বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আহত হয়েছেন , তা' আরেকবার এই বাস্তব ঘটনার সততা প্রমাণ করেছে । জাপান সরকারকে ' রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ চুক্তি' আর চীনে ফেলে যাওয়া জাপানের রাসায়নিক অস্ত্র ধ্বংস সম্বন্ধে দুদেশের স্বাক্ষরিত স্বারকলিপি অনুসারে চীনে ফেলে যাওয়া রাসায়নিক অস্ত্রগুলো ধ্বংসের দায়িত্ব বহন করে যততাড়াতাড়ি সম্ভব এইসব অস্ত্র ধ্বংস করতে হবে । মুখপাত্র লিউ চিয়েন ছাও আরো বলেছেন , চীন সরকার বরাবরই জাপানের ফেলে যাওয়া রাসায়নিক অস্ত্রের সমস্যাকে গুরুত্ব দেয় এবং এই সমস্যার আশু সমাধানের প্রয়াস চালিয়ে আসছে । জাপানের উচিত এই সমস্যার সমাধানে এগিয়ে আসা ।
|
|
|