সম্প্রতি পেইচিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রী পো সি লাই সফররত ডেনমার্কের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী বেন্ডসেনের সঙ্গে বৈঠককালে বলেছেন , চীন আশা করে চীনের অর্থনীতির উন্নয়ন সম্পর্কে ই-ইউ ইত্যাদি উন্নত দেশগুলো উন্মুক্ত মনোভাব পোষণ করবে ।
চীন ও ইউরোপের বস্ত্রদ্রব্য সমস্যায় ডেনমার্ক যে ন্যায় ও সক্রিয় মনোভাব পোষণ করেছে , পো সি লাই তার প্রশংসা করেছেন । তিনি বলেছেন , চীন দৃঢ়ভাবে রক্ষণশীল বাণিজ্য নীতির বিরোধীতা করে , এবং ডেনমার্কের অবাধ বাণিজ্যের অবস্থানের প্রশংসা করে ।
দু'দেশের বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ প্রসার করা , গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সহযোগিতা ও মেধা সম্পদ রক্ষা জোরদার করা এবং চীনের পুর্ণাঙ্গ বাজার অর্থনীতির স্থান স্বীকার ইত্যাদি সমস্যা নিয়ে পো সি লাই বেন্ডসেনের সঙ্গে মত বিনিময় করেছেন ।
বেন্ডসেন চীনের অর্থনীতির সাফল্যের প্রসংশা করেছেন । তিনি বলেছেন , বস্ত্রদ্রব্যের সমস্যায় ডেনমার্ক যে কোনো রক্ষণশীল আচরণের বিরোধীতা করে এবং চীনের বাজার অর্থনীতির স্থান স্বীকার করে , এর সঙ্গে সঙ্গে আশা করে চীনের মেধা সম্পদ রক্ষা ব্রতের অগ্রগতি হবে ।
|