চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন , উপ প্রধানমন্ত্রী উ ই ২৮ জুন পেইচিংয়ে আলাদা আলাদাভাবে সফররত ডেনমার্কের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী বেন্ডসেনের সঙ্গে সাক্ষাত্ করেছেন ।
সাক্ষাত্কালে চিয়া ছিং লিন বলেছেন , চীন ও ডেনমার্কের স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়নের ওপর চীন গুরুত্ব দেয় , এবং ডেনমার্কের সঙ্গে দু'দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নত করতে ইচ্ছুক ।
সাক্ষাত্কালে উ ই বলেছেন , চীন ডেনমার্ক সরকারের অবাধ বাণিজ্যের অবস্থানের প্রশংসা করে , চীন আশা করে ডেনমার্ক অব্যাহতভাবে সক্রিয় ভূমিক পালন করে ই-ইউর কাঠামোয় চীনের কাছে অস্ত্র বিক্রী নিষিদ্ধের নির্দেশ তুলে নিতে এবং চীনের পুর্ণাঙ্গ বাজার অর্থনীতির স্থান স্বীকার করতে ত্বরান্বিত করবে এবং যৌথভাবে চীন ও ইউরোপের রণনৈতিক অংশীদার সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে ।
বেডসেন বলেছেন , চীন ও ডেনমার্ক বন্ধুত্বপূর্ণ সহযোগী । ডেনমার্ক আশা করে শক্তি সম্পদ , পরিবেশ রক্ষা এবং সমুদ্র পরিবহন ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা আরও প্রসারিত হবে । তিনি বলেছেন , ডেনমার্ক চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নয়ন করতে ই-ইউকে সমর্থন করবে ।
|