হংকংয়ের প্রশাসক জেন ইং চুয়ান ২৭ জুন হংকংয়ে বলেছেন , হংকংবাসীদের কল্যাণে হংকং সরকার ও আইন পরিষদকে সোত্সাহে তাদের দাবি পুরণের প্রচেষ্টা চালাতে হবে , এমনটি করলেই হংকংয়ের প্রশাসন সফল হতে পারবে এবং তার ভিত্তিতে হংকংয়ের স্থিতিশীলতা ,সমৃদ্ধি ও উন্নয়ন সম্ভব হবে ।
হংকংয়ের প্রশাসক হিসেবে জেন ইং চুয়ান প্রথমবার আইন পরিষদে প্রশ্নোত্তরকালে এই কথা বলেছেন ।
তিনি জোর দিয়ে বলেছেন , হংকংয়ের প্রশাসক হিসেবে তিনি প্রথম যে আইন পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছেন তার কারণ , তিনি এই কথা বোঝাতে চান যে , প্রশাসনিক সংস্থা ও আইন প্রণয়নকারী সংস্থার মধ্যকার সুসম্পর্ক প্রতিষ্ঠা এবং আইন পরিষদের সঙ্গে যোগাযোগের প্রশস্ত পথ বজায় রাখার সদিচ্ছা ও সংকল্প হংকং বিশেষ অঞ্চল সরকারের আছে ।
জেন ইং চুয়ান আরো বলেছেন , সম্প্রতি তিনি সরকারের কর্মসুচী সম্পর্কে যে ভাষণ দিয়েছেন তাতে হংকংবাসীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে । সুষম ও স্থিতিশীল সমাজ গড়ে তোলা তাঁর গুরুদায়িত্ব । সরকারের নীতির প্রতি জনসাধারণের প্রতিক্রিয়া জেনে নেওয়ার পর তিনি অর্থনৈতিক আর সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন ।
|