চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি হুই ২৮ জুন পেইচিংয়ে বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও রাশিয়া ও কাজাখস্থানে রাষ্ট্রীয় সফর শুরু করবেন। তিনি শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন আর জি-৮ ও উন্নয়নমুখী দেশের সংলাপ সম্মেলনে উপস্থিত থাকবেন। এটি চলতি বছরে চীনের বৈদেশিক আদানপ্রদানের একটি গুরুত্বপূর্ণ বিষয়।
লি হুই একটি সংবাদ সম্মেলনে বলেছেন, এই সফর চীন ও রাশিয়া এবং চীন ও কাজাখস্থান সম্পর্কের মান উন্নত করা, তিন দেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ত্বরান্বিত করা, শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন সাধন করা, চীন ও প্রধান প্রধান পশ্চিমা দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা ও রাজনৈতিক সংলাপ উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
|