ইউরোপ পরিবেশ ব্যুরো সম্প্রতি খবর প্রকাশ করেছে যে, ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলোর গ্রীন-হাউস গ্যাস নিঃসরণের অবস্থা "কিওটো প্রটোকলে" নিরূপিত মানদন্ডে পৌঁছে নি, এমনকি কিছু দেশ তা থেকে অনেক দূরে।
ফ্রান্সের "বিজ্ঞান ও ভবিষ্যত" ম্যাগাজীনের খবরে প্রকাশ, "কিওটো প্রটোকল" অনুযায়ী, ২০১২ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের উন্নত দেশের গ্রীন-হাউস গ্যাস নিঃসরণের পরিমান ১৯৯০ সাল থেকে প্রতি বছরে ৫ শতাংশ কমে যাবে। কিন্তু ইউরোপীয় দেশগুলো ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত নিঃসৃত গ্রীন-হাউস গ্যাস কমে হয়নি, বরং ১.৫ শতাংশ বেড়েছে। তা মানে আগের চেয়ে ৫.৩ কোটি টন বেশী গ্রীন-হাউস গ্যাস নিঃসৃত হয়েছে।
ফ্রান্সের সংবাদ মাধ্যমের মতে গত পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের ১৫টি পুরোন সদস্য দেশের প্রসৃত গ্রীনগ্যাস ১৯৯০ সালের চেয়ে কেবল ৩ শতাংশ কমেছে, তা "কিওটো প্রটোকল"-র মানদন্ডে পৌঁছে নি। রিপোর্টে আরো বলা হয়েছে, ২০০৩ সালে ইতালি, ফিনল্যান্ড আর ব্রিটেনের নিঃসৃত গ্রীন-হাউস গ্যাসের মাথা-পিছু পরিমান সবচেয়ে বেশী।
|