জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান ২৭ জুন জাতি সংঘ সাধারণ পরিষদ উচ্চ পর্যায় উন্নয়নের পুঁজি সংগ্রহ সংক্রান্ত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে জোর দিয়ে বলেছেন যে, শুধু শিল্পোন্নত দেশ এবং উন্নয়নমুখী দেশগুলো উন্নয়ন সমস্যা সমাধানের মিলিত প্রয়াস চালালেই কেবল জাতি সংঘের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য যথা সময়ে বাস্তবায়ন করা যাবে।
তিনি শিল্পোন্নত দেশগুলোর উদ্দেশ্যে সক্রিয়ভাবে উন্নয়নমুখী দেশগুলোর ঋণ কমানো আর মওকুব করা এবং উন্নয়নমুখী দেশগুলোর জন্য সরকারী সাহায্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে উন্নয়নমুখী দেশগুলো উন্নয়নের প্রক্রিয়ায় নীতি নির্ধারণের আরও বেশী অধিকার ভোগ করতে পারে।
এর সঙ্গে সঙ্গে আন্নান উন্নয়নমুখী দেশগুলোর উদ্দেশ্যে দুর্নীতি দূর করার ব্যবস্থা নেয়া পুঁজি বিনিয়োগের পরিবেশ উন্নয়ন করা, সম্পদের সুব্যবস্থার করা এবং আরও উন্মূক্ত অর্থনৈতিক নীতি পালন করার আহ্বান জানিয়েছেন।
|