ওপেকের পালাক্রমিক সভাপতি, কুয়েতের শক্তিসম্পদ মন্ত্রী আহমেদ ফাহদ এল সাবাহ ২৭ জুন কুয়েতে বলেছেন, এখনো তিনি ওপেকের সদস্যদেশগুলোর সঙ্গে ৫ লক্ষ ব্যারেল দৈনিক উত্পাদন বাড়ানোর প্রশ্ন নিয়ে পরামর্শ করছেন, যাতে তেলের চড়া দাম কমানো যায়।
তিনি বলেছেন, তিনি অনুমান করেন যে ওপেকের সদস্যদেশগুলো এই সপ্তাহের মধ্যে এই বিষয়ের সমাধান করবে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, ওপেকের সদস্যদেশগুলো উত্পাদন বাড়াতে প্রস্তুত। ওপেক অবশ্যই অব্যাহতভাবে আন্তর্জাতিক তেল বাজারের সরবরাহ সুনিশ্চিত করতে পারে।
|