২৬ জুন পেইচিং ওলিম্পিক গেম্সের সাংগঠনিক কমিটি পেইচিংয়ে ২০০৮ সালের ওলিম্পিক গেম্সের শ্লোগান ঘোষনা করেছে , এই শ্লোগান হলোঃ একই পৃথিবী, একই স্বপ্ন।
পেইচিং ওলিম্পিক গেম্সের সাংগঠনিক কমিটির একজন কর্মকর্তা বলেছেন , এই শ্লোগান থেকে ওলিম্পিক গেম্সের ঐক্য , সংহতি ও অগ্রগতির ভাবমানস প্রতিফলিত হয়েছে । পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা , বর্ণ ও সংস্কৃতি ভিন্ন হলেও একটি পৃথিবীতে থাকা সকল মানুষ শান্তি ও সমৃদ্ধির অভিন্ন স্বপ্ন দেখছেন ।
এ বছরের প্রথম দিকে গোটা পৃথিবীর কাছে ২০০৮ সালের ওলিম্পিক গেম্সের শ্লোগান সংগ্রহের কাজ শুরু হওয়ার পর সাংগঠনিক কমিটি মোট দু লক্ষ ১০ হাজার বিভিন্ন ধরনের শ্লোগান পেয়েছে । বিবেচনার পর সাংগঠনিক কমিটি 'একই পৃথিবী , একই স্বপ্ন' কথাটিকে ২০০৮ সালের ওলিম্পিক গেম্সের শ্লোগান নির্ধারণ করেছে ।
উল্লেখ্য , প্রতিটি ওলিম্পিক গেম্সের একটি শ্লোগান আছে । ২০০০ সালের সিডনী ওলিম্পিক গেম্সের শ্লোগান ছিল ' শেয়ার দ্য স্পিরিট আর ২০০৪ সালের এথেন্স ওলিম্পিক গেম্সের শ্লোগান ছিল ' ওয়েরকাম হোম ' ।
|