২৬ জুন প্রকাশিত জাপানের পররাস্ট্র মন্ত্রনালয়ের একটি বিবৃতিতে স্বীকার করা হয়েছে যে ২১ জুন চীনের কুয়াং চৌর উপকন্ঠের তিনজন অধিবাসী যে বিষাক্ত বোমা থেকে নির্গত গ্যাসের সংস্পর্শে আহত হয়েছেন , তা' জাপানী বাহিনীর ফেলে যাওয়া রাসায়নিক অস্ত্র । এই ধরনের ঘটনা ঘটার জন্য জাপানী সরকার দুঃখ প্রকাশ করেছে এবং আহত অধিবাসীদের সমবেদনা জানিয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে , জাপান সরকার অব্যাহতভাবে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসারে চীনের সঙ্গে সহযোগিতা করে রাসায়নিক অস্ত্র সমস্যার উপযুক্ত সমাধানের চেষ্টা করবে ।
২৩ জুন চীনে জাপানের দুতাবাসের কাছে পাঠানো চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি নোটে বলা হয়েছে , কুয়াং চৌর উপকন্ঠের ফানইয়ুর তিনজন অধিবাসী ২১ জুন সন্ধ্যায় একটি নদীর ধারে বালু তোলার সময় জাপানী বাহিনীর ফেলে দেয়া একটি বিষাক্ত বোমা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে আহত হয়েছেন । বর্তমানে এই তিনজন অধিবাসী হাসপাতালে চিকিত্সাধীন । জাপান পক্ষ এই ঘটনার জন্য একটি তদন্ত দল পাঠিয়েছে ।
|