চীনে পল্লী অঞ্চলের কৃষক -শ্রমিকদেরস্বল্পকালীন প্রশিক্ষণ দেওয়ার কাজকে ' সুর্যালোক প্রকল্প' বলা হয় । এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় পল্লী অঞ্চলের প্রায় ৩০ লক্ষ কৃষক-শ্রমিক প্রশিক্ষণ পেয়েছেন । এদের মধ্যে বেশীর ভাগ লোক প্রশিক্ষণ পেয়ে নতুন কাজ পেয়েছেন ।
সুর্যালোক প্রকল্প ২০০৪ সালে শুরু হয় । এই প্রকল্পের উদ্দেশ্য হলো পল্লী অঞ্চলের শ্রমশক্তিকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে গ্রামাঞ্চলের শ্রমশক্তি শহরাঞ্চলে স্থানান্তিত করার কাজ তরান্বিত করা , কৃষকদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া ও তাদের আয় বাড়ানো । সরকারের সমর্থনে এই প্রকল্প প্রধানতঃ খাদ্যশস্য উত্পাদনকারী অঞ্চল ও গরীব অঞ্চলে চালানো হয়েছে ।
জানা গেছে , এই প্রকল্পকে সমর্থন ও সাহায্য করার জন্য এ বছর সরকার ৪০ কোটি ইউয়ান বিশেষ অর্থ বরাদ্দ করবে ।
|