চীনের পররাষ্ট্র সহকারী মন্ত্রী সেং গুও ফাং ২৭ জুন পেইচিংয়ে বলেছেন , চীন সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে মানবাধিকার নিয়ে সংলাপ চালাতে ইচ্ছুক ।
নবম চীন-অষ্ট্রেলিয়া মানবাধিকার সংলাপ চলাকালে তিনি এই কথা বলেছেন ।
তিনি আরো বলেছেন , চীন সরকার দেশের বাস্তব অবস্থার আলোকে নিজস্ব বৈশিষ্ট্য সম্পন্ন মানবাধিকার উন্নয়নের পথ অন্বেষণ করছে ।
অষ্ট্রেলিয়া পক্ষের প্রতিনিধি জেফ রেবি মানবাধিকার সংরক্ষণে চীনের অর্জিত সাফল্যের প্রশংসা করে বলেছেন , মানবাধিকার রক্ষা চীনে সংবিধানে লিপিবদ্ধ হবার পর আইন অনুযায়ী দেশ শাসনেও চীনের লক্ষনীয় অগ্রগতি অর্জিত হয়েছে ।
|