ষষ্ট এশিয়া-ইউরোপ অর্থমন্ত্রী সম্মেলন ২৬ জুন চীনের থিয়েন চিন শহরে সমাপ্ত হয়েছে । এশিয়া ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ আর্থ-সহযোগিতা প্রসারের উদ্দেশ্যে সম্মেলনে থিয়েন চিন ঘোষণা প্রকাশ করা হয়েছে । এতে এশিয়া-ইউরোপ নীতিমূলক সংলাপ জোরদার , তথ্য ভাগাভাগি এবং এশিয়া-ইউরোপ দীর্ঘকালীন সহযোগিতার নতুন পদ্ধতি অন্বেষণের মাধ্যমে এশিয়া-ইউরোপ আর্থ-সহযোগিতা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে ।
থিয়েন চিন ঘোষণায় এশিয়া ও ইউরোপের প্রতি এশিয়া-ইউরোপ ট্রাস্ট তহবিল গঠন করা , অর্থ স্বার্থের প্রতিষ্ঠা এবং আকস্মিক অর্থনৈতিক দুর্যোগে জরুরী সংলাপ ব্যবস্থা গ্রহণ ইত্যাদি ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে । বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা মনে করেন , সংশ্লিষ্ট ক্ষেত্রে এশিয়া ও ইউরোপের মধ্যে সহযোগিতা জোরদার করা পারস্পরিক আস্থা উন্নয়নের অনুকূল , এবং এশিয়া ও ইউরোপের একত্রে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্যও গুরুত্বপূর্ণ ।
|