|
সাম্প্রতিক বছরগুলোতে চীন সক্রিয়ভাবে আন্তর্জাতিক মাদক দমন সহযোগিতায় যোগ দিয়ে এসেছে এবং লক্ষনীয় সাফল্য অর্জন করেছে।
২৭ জুন চীনের দৈনিক অভিশংসক পত্রিকার একটি খবরে বলা হয়েছে, চীন হচ্ছে " জাতি সংঘের চৈতন্যবিলোপকারী ঔষুধ আর মানসিক ঔষুধের অবৈধ চোরা-চালান নিষিদ্ধকরণ চুক্তি" সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরকারী দেশ।চীন ইতিমধ্যে ২৪টি দেশের সঙ্গে ৩০টিরও বেশী পারষ্পরিকআইনগত সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে। ২০০২ সালের পর থেকে, চীনের পুলিশ মায়ানমার আর লাওসের পুলিশের সঙ্গে সীমান্ত এলাকায় বেশ কয়েক বার মাদকদ্রব্য নিমূর্লীকরণঅভিযান চালিয়েছে । বিপুল সংখ্যক মাদক পাচারকারী ধরা পড়েছে।
|