২০০৩ সালের জুন মাসে ইয়াংসি নদীর তিন গিরিখাতের বাঁধে পানি সংরক্ষণের পর বিরাট অংকের পুঁজিবিনিয়োগে প্রতিষ্ঠিততিন গিরিখাত অঞ্চলের ভূতাত্বিক দুর্যোগ সংস্কার প্রকল্প পানি ধারন, ঝড়বৃষ্টি আর বন্যার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
জানা গেছে, ২০০১ সালের জুন মাস থেকে ২০০৩ সালের জুন মাস পর্যন্ত তিন গিরিখাত অঞ্চলের ভূতাত্বিক দুর্যোগ প্রতিরোধ ও নিরসনে চীন মোট ৪০০ কোটি রেন মিন পি বরাদ্দ করেছে। যার ফলে এই বাঁধ অঞ্চলে পাহাড়ী ধস এবং তীরের ভূমিক্ষয় ইত্যাদি দুর্যোগ মোটামূটি দূর করা হয়েছে, এই বাঁধ অঞ্চলে সময়োচিতভাবে পানি ধারণ , বিদ্যুত উদপাদন এবং জাহাজ চলাচল নিশ্চিত করা হয়েছে।
|