২৭জুন পেইচিংয়ে চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর এক অধিবেশনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি আর বৈজ্ঞানিক উদ্ভাবনকে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি বলে অভিহিত করা হয়েছে ।
অধিবেশনে এই মত প্রকাশ করা হয়েছে যে , নয়া চীন প্রতিষ্ঠার পরবর্তী পঞ্চাশাধিক বছরে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জিত হয়েছে ।কিন্তু স্বীকার করতে হবে যে, এখন বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ মান থেকে চীন যথেষ্ট পেছনে রয়েছে ।
অধিবেশনে স্থির করা হয়েছে যে , চীনের অর্থনীতির কাঠামোর পুনর্বিন্যাস , অর্থনৈতিক উন্নয়ন সাধনের পদ্ধতি পরিবর্তন এবং জাতীয় প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানোর কাজে নতুন উদ্ভাবনের সামর্থ্য বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে ।
পরিকল্পনা অনুসারে আগামী ১৫ বছরে একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চীন সর্বাধুনিক প্রযুক্তি আয়ত্ত করবে , সর্বাধুনিক প্রযুক্তির স্বত্বাধিকারী হবে এবং , আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতাসম্পন্ন অনেকগুলো শিল্পপ্রতিষ্ঠান ও পন্যদ্রব্য সৃষ্টি করবে । চীনের আর্থ-সামাজিক উন্নয়ন ও আধুনিকায়ন রচিত বসানো হবে বিজ্ঞান ও প্রযুক্তির মজবুত ভিত্তির উপর ।
|