সম্প্রতি চীনের জাতীয় পরিবেশ সংরক্ষন অধিদপ্তরের উপমহাপরিচালক ফান ইয়ে পেইচিংয়ে বলেছেন , চীনের পরিবেশ সংরক্ষন ব্রতের প্রসার তরান্বিত করার জন্য চীন পরিবেশ রক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে ।
২৭ জুন প্রকাশিত চীনের পরিবেশ পত্রিকার একটি খবরে বলা হয়েছে একটি অধিবেশনে ভাষণ দেয়ার সময় উপমহাপরিচালক ফান ইয়ে এই কথা বলেছেন । তিনি আরো বলেছেন , আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চীন বিদেশী পুজিঁবিনিয়োগ আকর্ষণ করতে পারে এবং বিদেশের উন্নত প্রযুক্তি ও পরিবেশ সংরক্ষন ব্যবস্থা শিখতে পারে । এগুলো চীনের পরিবেশ রক্ষাব্রতের জন্য খুবই উপকারী । তিনি বলেছেন , চীনের পরিবেশ দুষণ দূরীকরণ সমস্যা সমাধান বিশ্ব পরিবেশ সমস্যার সমাধানে অভিজ্ঞতা যোগাবে ।
|