সম্প্রতি মার্কিন কর্মকর্তা ও ইরাকের প্রতিরোধ সংস্থার প্রতিনিধির মধ্যে যে গোপন বৈঠকের খবর প্রকাশিত হয়েছে , মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রামসফেল্ড ২৬ জুন তার সত্যতা স্বীকার করেছেন । তিনি বলেছেন যে এটি হলো ইরাক সরকার ও বিভিন্ন সরকার বিরোধী সংস্থার মধ্যে সমঝোতা অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের প্রয়াস ।
মার্কিন তথ্য মাধ্যমকে দেয়া সাক্ষাত্কারে রামসফেল্ড বলেছেন , সরকার বিরোধী সংস্থাকে ইরাকের রাজনৈতিক কাঠামোতে ফিরিয়ে আনার জন্য সরকার বিরোধী বিভিন্ন সংস্থার সঙ্গে ইরাক সরকার যোগাযোগ করছে । যুক্তরাষ্ট্র সবসময় এরকম বৈঠকের জন্য সাহায্য দেয় ।
সেদিন , ইরাকে আল-কায়েদা সংস্থার শাখা আল-কায়েদা সংস্থার জিহাদ ইন্টারনেটে বিবৃতি প্রকাশ করে ইরাকের অন্যান্য মার্কিন বিরোধী সংস্থার প্রতি ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সঙ্গে আলোচনা না করার জন্য হুঁশিয়ারী জানিয়েছে । বিবৃতিতে বলা হয়েছে , আলোচনা শুধু যুক্তরাষ্ট্রের কৌশল । তবে এই বিবৃতির সত্যতা এখন প্রমাণিত হয় নি ।
অন্য খবরে জানা গেছে , ইরাকের উত্তরাঞ্চলের শহর মোসুল ও তার কাছাকাছি এলাকায় একইদিন তিনটি বিস্ফোরণ ঘটেছে , এতে কমপক্ষে ৩৬ জন নিহত আর অগণিত লোক আহত হয়েছে । ইরাকে আল-কায়েদা সংস্থার শাখা একটি বিবৃতিতে এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছে ।
|