ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাহমৌদ আহমাদিনেজাদ ২৬ জুন তেহরানে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র গবেষণা করবে না, কিন্তু পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরান ছাড়বে না।
মাহমৌদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচত হওয়ার পর প্রথম আয়োজিত তথ্য জ্ঞাপন সভায় বলেছেন, ইরান ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরো আলোচনা চালাবে এবং আলোচনার মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করতে প্রয়াস চালাবে। কিন্তু ইরানের পারমাণবিক সমস্যার নীতি আলোচনার ফলাফল অনুযায়ী পরিবর্তন করা হবে না।
ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রসংগে আহমাদিনেজাদ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতি বিরোধী মনোভাব অবলম্বন করলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইবে না এবং তার দরকারও হবে না। যুক্তরাষ্ট্র বর্তমানের রাজনৈতিক , অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে তার ইরান-বিরোধী নীতি বদল করলেই কেবল ইরান তার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বিবেচনা করবে।
|