২৬ জুন ছিল আন্তর্জাতিক মাদক দমন দিবস। সেইদিন চীনের ইউননান প্রদেশের খুনমিং শহরে অবস্থিত ইউননান মাদক দমন প্রদর্শনী কেন্দ্র আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
এই প্রদর্শনী কেন্দ্র ছবি, ভিডিও ও বস্তু দেখানোর মাধ্যমে ইউননানের মাদক দমনের সাফল্য, অভিজ্ঞতা, মাদকদ্রব্যের ক্ষতি ও মাদকদ্রব্য প্রতিরোধের সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় প্রদর্শন করেছে। তাতে ইউননানের মাদক দমন সংগ্রামের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে।
চীনের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত ইউননান প্রদেশ হচ্ছে মাদকদ্রব্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি প্রদেশ। বিশ বছরেরও বিশী সময়ে ইউননানে মোট দেড় লক্ষ মাদকদ্রব্য মামলা উদঘাটিত করা হয়েছে এবং মোট একশ ত্রিশ টন বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
|