২৬ জুন থিয়ান জিন শহরে এশিয়া ও ইউরোপের অর্থমন্ত্রীদের ষষ্ঠ অধিবেশন শেষে প্রকাশিত চেয়ারম্যানের বিবৃতিতে ভবিষ্যত বাণী করা হয়েছে যে , ২০০৫ সালে পূর্ব এশিয়ার অর্থনীতির উন্নয়ন -গতি আরো দ্রুত হবে ।পূর্ব এশিয়া বিশ্ব অর্থনীতির বিকাশের অন্যতম চালিকা শক্তিতে পরিণত হবে ।
এই বিবৃতিতে বলা হয়েছে , বিশ্ব অর্থনীতি ও আঞ্চলিক অর্থনীতি তেলের দামের অবিরাম পরিবর্তন ও বৃদ্ধির হুমকির সম্মুখীন হচ্ছে । তাই অর্থমন্ত্রীরা তেল উত্পাদনকারী দেশগুলোর প্রতি তেলের উত্পাদন পরিমান বাড়ানো এবং সংলাপ ও তেলের বাজারের স্বচ্ছতা বৃদ্ধি করার মাধ্যমে তেল উত্পাদনকারী দেশ ও তেল ব্যবহারকারী দেশের সমন্বয় সাধনের আহবান জানানো হয়েছে ।
|