২৬ জুন পেইচিং ওলিম্পিক গেম্সের সাংগঠনিক কমিটি সূত্রে প্রকাশ , ২০০৮ সালে পেইচিং ওলিম্পিক গেম্সের জন্য নির্মিত ওলিম্পিক গ্রাম নির্মাণেরকাজ ২৬ জুন শুরু হয়েছে , ২০০৭ সালের শেষ নাগাদ এই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হবে ।
ওলিম্পিক গ্রাম হচ্ছে ২০০৮ পেইচিং ওলিম্পিক গেম্স ও বিকলাঙ্গদের গেম্স চলাকালে বিভিন্ন দেশের খেলোয়াড় ও সরকারী কর্মকর্তাদের বাসস্থান । পেইচিংয়ের উত্তরাংশে অবস্থিত ওলিম্পিক গেম্স গ্রামের মোট আয়তন ৬৬ হেক্টর । এই গ্রাম আবাসিক এলাকা ও অভ্যর্থনা এলাকা -- এই দুভাগে বিভক্ত । আবাসিক এলাকায় খেলোয়াড়দের বাসস্থান ছাড়া ক্লিনিক , ক্যান্টিন , গ্রন্থাগার , বিনোদন কেন্দ্র প্রভৃতি পরিসেবামূলক ব্যবস্থা থাকবে । অভ্যর্থনা এলাকায় বিভিন্ন দেশের ক্রীড়া প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানো হবে ।
জানা গেছে , ওলিম্পিক গেম্স উদ্বোধনের দু সপ্তাহ আগে এই গ্রাম খোলা হবে , পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ১৬ হাজার খেলোয়াড় ও সরকারী কর্মকর্তা এই গ্রামে থাকবেন ।
|