চীনের "নারীদের অধিকার ও স্বার্থ সংক্রান্ত নিশ্চয়তা আইন" নিয়ে আলোচনার জন্য ২৬ জুন চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির আয়োজিত একটি অধিবেশনে দাখিল করা হয়েছে। নারীদের অধিকার ও স্বার্থের নিশ্চয়তা ব্যবস্থা আরও সম্পূর্ণ করা এবং পুরুষ-নারীর সমান অধিকার নিশ্চিত করা এই আইন সংশোধনের উদ্দেশ্য।
গত দশাধিক বছর ধরে " নারীদের অধিকার ও স্বার্থ সংক্রান্ত নিশ্চয়তা আইন" চালু রয়েছে। এই আইন হচ্ছে চীনের নারীদের অধিকার ও স্বার্থ সার্বিকভাবে রক্ষা করার একটি মৌলিক আইন। সংশোধিত খসড়া আইনে পুরুষ-নারী সমান এমন মৌলিক রাষ্ট্রীয় নীতি এই আইনে লিপিবদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে । তা ছাড়া, কিভাবে পারিবারিক নির্যাতন প্রতিরোধ আর নিবারণ করা যায় এবং যৌণ হয়রানি বন্ধ করা যায় তাও এই আইনে ষ্পষ্টভাবে নির্ধারন করা হয়েছে। এই খসড়া আইনে নারীদের রাজনৈতিক ও সাংস্কৃতিকশিক্ষা, শ্রম আর সামাজিক নিশ্চয়তা প্রভৃতি ক্ষেত্রের অধিকার আরও জোরদার করা হয়েছে।
|